অস্কারজয়ী তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেল শুক্রবার (২৬ সেপ্টেম্বর)। একই দিনে সিনেমাটি নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। এক বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, তাদের সাতটি শাখায় মোট ২৯টি শো চলবে সিনেমাটির।
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। ২০২৩ সালের জুনে প্রাথমিকভাবে সিনেমাটির কাজ শুরু হলেও পুরোদমে শুটিং শুরু হয় ২০২৪ সালের ২২ জানুয়ারি থেকে। তবে সিনেমাটির চিত্রনাট্য তৈরি থেকে শুরু করে নির্মাণ শেষ করতে নির্মাতাকে দীর্ঘ ২০ বছর ব্যয় করতে হয়েছে, বলছে বিবিসি।
আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এ সিনেমা। ১৭৫ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমার পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স। সিনেমার গল্পে দেখা যাবে, বব চরিত্রে অভিনয় করা ডিক্যাপ্রিওর মেয়ে নিখোঁজ হয়ে যায়। বব একসময় এক বিপ্লবী দলের সদস্য ছিলেন। মেয়েকে খুঁজতে তাকে এক পুরনো শত্রুর মুখোমুখি হতে হয় তাকে। ববকে সহযোগিতা করতে এগিয়ে আসে তার দলের প্রাক্তন সদস্যরা। ১৬ বছর পর আবার তারা একত্রিত হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটিকে সমাজের দর্পণ বলে অভিহিত করেছেন ডিক্যাপ্রিও। অভিনেতার ভাষ্য, সিনেমায় প্রতিফলিত হয়েছে সমাজে বাড়তে থাকা বিভাজন। তিনি জানান, “অ্যান্ডারসন সব সময় দারুণ সিনেমা বানান, তবে এবার যেন নিজেকে ছাড়িয়ে গেছেন। এই সিনেমা সমাজকে আয়নায় দেখাবে আমাদের সংস্কৃতি কতটা বিভক্ত হয়ে যাচ্ছে, কতটা মেরুকরণ হয়েছে। যদিও সিনেমার নির্দিষ্ট কোনো বার্তা নেই, তবে চরমপন্থার একধরনের ইঙ্গিত রয়েছে।”
ডিক্যাপ্রিও আরও বলেন, “ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার রাজনৈতিক ঘরানার সিনেমা হলেও, রাজনীতি নিয়ে সরাসরি কোনো বক্তব্য নেই। পরিচালক সবকিছু বিনোদনের মোড়কে বলেছেন।” সিনেমায় আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটিসহ অনেকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ