এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ভারত। শুক্রবার দুবাইয়ে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে অপরাজিত ভারত নিশ্চিত করেছে ফাইনাল। ফলে সুপার ফোরের আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার লড়াই।
ভারত একাদশ
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।
শ্রীলঙ্কা একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জেনিথ লিয়ানাগে, দুশমন্থ চামেরা, মহিসা থেকশানা ও নুয়ান থুসারা।
বিডি প্রতিদিন/এমআই