শুরুতে পারভেজ হোসেন ইমনের উইকেট হারালেও বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিল সাইফ হাসান। তবে তাওহীদ হৃদয়কে তার সঙ্গী হতে দেননি শাহিন শাহ আফ্রিদি। চার বল পর হারিস রউফের শিকার হয়ে বিদায় নেন সাইফও।
৬৩ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাইম আইয়ুবকে ছক্কা মারতে গিয়ে লং অফে মোহাম্মদ নেওয়াজের ক্যাচ হয়েছেন নুরুল হাসান। ২১ বলে ১৬ রান করেছেন দলে ফেরা নুরুল। শেষ ২ ওভারে মাত্র ৬ রান তুলতে পেরেছে বাংলাদেশ। নেওয়াজের করা পরের ওভারে এসেছে ৪ রান।
অবিশ্বাস্য এক শট খেলে লং অফে মোহাম্মদ নেওয়াজকে ক্যাচ দিলেন জাকের আলী। ৭৩ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
শাহিন আফ্রিদির করা ১৭তম ওভারে পঞ্চম বলটি ছিল স্লোয়ার। সেই বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে হুসেইন তালাতকে ক্যাচিং প্র্যাকটিস করালেন শামীম। ৯৭ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।
এখন ১৫ বলে ৩৫ রান দরকার বাংলাদেশের।
বৃহস্পতিবার এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
এদিন রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলের খাতায় ১ রান যোগ হতেই উইকেট হারায় লাল সবুজরা। ইনিংস শুরুর প্রথম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। ছক্কা হাঁকিয়ে চাপ কমানোর চেষ্টা করেছিলেন সাইফ। কিন্তু ওয়ান ডাউনে নামা তাওহীদ হৃদয় সঙ্গ দিতে পারেননি। ১০ বলে ৫ রান করে তিনি ক্যাচ তুলে দেন। দুটি উইকেট-ই তুলে নেন শাহিন আফ্রিদি। ৪ বল পর এজ হয়ে পয়েন্ট ক্যাচ তুলে দেন সাইফও। ১৫ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ১৮ রান করে বিদায় নেন তিনি। এবার শিকারি হারিস রউফ।
বিডি প্রতিদিন/জুনাইদ