রাজধানী যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. মোখলেসুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার কাছে থাকা ৫০ হাজার টাকা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় যাত্রাবাড়ী এলাকায় বাসে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীকে বাসচালক স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তার এক আত্মীয় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোখলেসুর রহমান কাপড়ের ব্যবসা করতেন। তিনি নড়াইলের লোহাগড়া থানার হানদোলা গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
ঢাকা মেডিকেলে নিয়ে আসা তার আত্মীয় নাজির মোল্লা জানান, মোখলেসুর পেশায় কাপড় ব্যবসায়ী। নড়াইল থেকে ঢাকায় মালামাল কিনতে আসেন। তার কাছে মালামাল কেনার প্রায় ৫০ হাজার টাকা ছিল। সেটা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টি সদস্যরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
তিনি বলেন, যাত্রাবাড়ী থেকে মাধবপুর যাওয়ার পথে বাসে এক হকার আচার বিক্রি করছিল। মোখলেসুর ওই হকারের কাছ থেকে আচার ও পানি কিনে খান। এরপর তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। এসময় হকারটি দ্রুত বাস থেকে নেমে যায়।
পরিস্থিতি দেখে বাসচালক গাড়ি থামিয়ে মোখলেসুরকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। থানা পুলিশের মাধ্যমে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ