মাদারীপুরের কালকিনি উপজেলায় চাঁদার দাবিতে এক গৃহবধূকে ঘরের ভেতর আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে একদল যুবক। গতকাল বুধবার রাত থেকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
নির্যাতনের শিকার বুলু বেগম কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামের বাসিন্দা। তিনি বিধবা এবং দুই সন্তানের জননী।
জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- বুধবার গভীর রাতে একটি টিনশেড ঘরে এক মধ্যবয়সী নারীকে একা আটকে রাখে কয়েকজন যুবক। পরে তারা ওই নারীকে ধারালো রামদা দেখিয়ে পিটাতে থাকে। ভিডিওতে নির্যাতনের শিকার গৃহবধূকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমি বিষ খেয়ে মরে যাব, আমাকে আর মারবেন না।’ জবাবে দুর্বৃত্তরা বলতে থাকে, ‘টাকা দিবি, না হলে তোর অনেক ক্ষতি করা হবে।’ এরপর বারবার রামদা দিয়ে আঘাত করতে দেখা যায় দুর্বৃত্তদের।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম সোহেল রানা বলেন, পরকীয়ার জের ধরে খাসেরহাট ইউনিয়নের আলোচিত ডাবল মার্ডার মামলার আসামি ফয়সাল তালুকদার জামিনে এসে ওই নারীকে নির্যাতন করে। তবে এখনও কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
বিডি প্রতিদিন/জামশেদ