এশিয়া কাপের পরই দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। ইনজুরির কারণে ছিটকে যাওয়া সহ-অধিনায়ক রিশভ পন্তের অনুপস্থিতিতে গিলের ডেপুটি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার দেবদূত পাড়িক্কাল। বিপরীতে ইংল্যান্ড সফরে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন করুণ নায়ার ও অভিমন্যু ঈশ্বরণ।
প্রধান নির্বাচক আগারকার জানান, “এই সিরিজে তৃতীয় ওপেনারের প্রয়োজন ছিল না, তাই ঈশ্বরণকে রাখা হয়নি। আর নায়ারের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না।” উল্লেখ্য, ইংল্যান্ড সফরে ৪ টেস্টে নায়ার করতে পেরেছিলেন মাত্র একটি হাফ সেঞ্চুরি।
সরফরাজ খানের বিষয়ে আগারকার জানান, তার ফিটনেস এখনও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত নয়।
ওয়ার্কলোড নিয়ে শঙ্কা থাকলেও স্কোয়াডে আছেন জসপ্রিত বুমরাহ। নির্বাচকরা নিশ্চিত করেছেন, ফিট থাকলে তিনি দুটি টেস্টেই খেলবেন। তবে এজবাস্টনে দুর্দান্ত পারফর্ম করা পেসার আকাশদীপ জায়গা পাননি।
বুমরাহর সঙ্গে পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। স্পিন বিভাগে আছেন জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ১০ অক্টোবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শণ, দেবদূত পাড়িক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহঅধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, এন. জগদেশান (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা।
বিডি প্রতিদিন/মুসা