কৃষিনির্ভর রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী তিন শীর্ষ নেতা। তারা হলেন দলটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ পারভেজ মল্লিক।
অপরদিকে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের একক প্রার্থী নির্বাচনি প্রচারণায় মাঠে রয়েছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। এদিকে ভোটের মাঠে লক্ষ্যণীয় হয়ে উঠেছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। এরই মধ্যে এসবে ছেয়ে গেছে নির্বাচনি এলাকা। প্রার্থীরা কুশলবিনিময়, শুভেচ্ছা জানানোর মাধ্যমে নিজ অবস্থান তুলে ধরছেন। স্থানীয় সূত্রগুলো বলছে, নদীবেষ্টিত প্রত্যন্ত এলাকার উন্নয়নের জন্য এ আসনের ভোটাররা কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় পার্টির প্রার্থীও এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ভোট ও নির্বাচন নিয়ে বিএনপি নেতা আজিজুল বারী হেলাল বলেন, ‘বিএনপি হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষাকবচ। এলাকায় এখন তৃণমূল পর্যন্ত দলকে আরও সুসংগঠিত করার প্রচেষ্টা চালাচ্ছি। সঙ্গে নির্বাচনি প্রচার-প্রচারণাও চালাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসা ও ব্যাপক সাড়া পাচ্ছি।’ আরেক নেতা শরীফ শাহ কামাল তাজ বলেন, ‘বিগত দিনে রূপসা, তেরখাদা, দিঘলিয়া উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আগামী দিনগুলোতেও থাকতে চাই। দল যদি আমাকে নমিনেশন দেয় আমি নির্বাচন করতে প্রস্তুত। দলীয় সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।’ বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, ‘আমি সাধারণ মানুষের গভীরে যাওয়ার চেষ্টা করছি। ’
জামায়াত প্রার্থী মাওলানা কবিরুল ইসলাম বলেন, ‘দলের দায়িত্বশীল, কর্মী-সমর্থকরা সবাই ময়দানে আছেন। নিয়মিত গণসংযোগ করছেন। প্রচারণায় ভালো সাড়া পাচ্ছি।’ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নির্বাচনের সব প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওয়ার্ড কমিটি পোলিং এজেন্ট নির্ধারণ করা হচ্ছে। সভা-সমাবেশের পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। নির্বাচনে ইনশাল্লাহ আমরা ভালো করব।’