ইতালির পেরুজা প্রদেশের স্পোলেতো এলাকায় বস্তাবন্দি অবস্থায় মোহাম্মদ সাগর বালা অভি (২১) নামের এক বাংলাদেশি তরুণের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অভি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কুমোদ বালার একমাত্র ছেলে।
জানা গেছে, আড়াই বছর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান অভি। তিনি স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে থাকতেন এবং একটি রেস্তোরাঁয় কাজ করতেন। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার সন্ধ্যায় ভিয়া প্রিমো মাজ্জো সড়কের পাশে রেললাইনের কাছে একটি সবুজ এলাকা থেকে কালো বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। বস্তার ওপর নিহতের ব্যবহৃত একটি বৈদ্যুতিক সাইকেলও পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিকে ছুরিকাঘাতে হত্যার পর মাথা, হাত ও পা কেটে আলাদা করা হয়েছে। সব অঙ্গ এখনো উদ্ধার হয়নি। পুলিশ আশপাশের ময়লার বাক্স ও ডাস্টবিনে খোঁজ চালাচ্ছে।
ঘটনার পরপরই স্থানীয় ক্যারাবিনিয়েরি পুলিশ এলাকা ঘিরে তল্লাশি চালায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। নিহতের বন্ধু, সহকর্মী ও আশ্রয়কেন্দ্রের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
রোমে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। পুলিশি প্রতিবেদন হাতে পেলে মরদেহ সংক্রান্ত আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, তরুণকে খণ্ড-বিখণ্ড করে পার্কে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ