ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলে সরবরাহিত বিনামূল্যে খাবারে বিষক্রিয়ায় কমপক্ষে ১,০০০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
পশ্চিম জাভা প্রদেশের গভর্নর দেদি মুলিয়াদি বৃহস্পতিবার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থাগুলো। ইন্দোনেশিয়ার প্রায় ৮ কোটিরও বেশি স্কুল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহের এই উচ্চাভিলাষী কর্মসূচি শুরু করেছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট।
গভর্নর মুলিয়াদি জানান, পশ্চিম বান্দুংয়ে সোমবার অনুষ্ঠিত মধ্যাহ্নভোজের পর ৪৭০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এরপর বুধবার সেখানে এবং সুকাবুমি অঞ্চলে আরও তিনটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যাতে কমপক্ষে ৫৮০ শিশু অসুস্থ হয়েছে। তিনি বলেন, ছোট হাসপাতালগুলো অসুস্থ শিক্ষার্থীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে।
স্থানীয় সরকার খাদ্যে গণ বিষক্রিয়ার কারণে পশ্চিম বান্দুং অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। গভর্নর শিক্ষার্থীদের ট্রমা মোকাবিলার পাশাপাশি খাদ্যের মান ও তদারকি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।
বিনামূল্যে খাদ্য কর্মসূচির তত্ত্বাবধানকারী ন্যাশনাল নিউট্রিশন এজেন্সি প্রধান দাদান হিন্দায়ানা জানিয়েছেন, বিষক্রিয়াযুক্ত রান্নাঘরগুলো বন্ধ করা হয়েছে। গভর্নর মুলিয়াদি আরও বলেন, রান্নাঘরগুলো স্কুল থেকে অনেক দূরে থাকায় খাবার আগের রাতে রান্না ও গরম অবস্থায় প্যাক করা হয়েছিল, যা খাবার নষ্ট হওয়ার কারণ হয়েছে।
থিংক ট্যাঙ্ক নেটওয়ার্ক ফর এডুকেশন ওয়াচ অনুসারে, জানুয়ারি থেকে এই কর্মসূচির খাবার গ্রহণ করে অন্তত ৬,৪৫২ শিশু বিষক্রিয়ায় ভুগেছেন। প্রেসিডেন্ট প্রোবোর অফিস সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাড়া দেয়নি।
বিডি প্রতিদিন/আশিক