দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় থাকা জয়পুরহাট পৌরসভার বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের খঞ্জনপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রায় ১৫ কোটি টাকার সড়ক পাকাকরণ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মো. সবুর আলী, সচিব আবু জাফর মো. রেজা, প্রকৌশলী মিজানুর রহমান, জুলফিকার আলী লেবু, আ. করিম, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ঝরনা, সোহেলসহ অনেকে।
পৌর প্রশাসক মো. সবুর আলী জানান, বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রেজিলিয়েন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এসব কাজ হচ্ছে। তেঘর রেলগেট থেকে গুলশান মোড়, জামালগঞ্জ সড়ক, খঞ্জনপুর থেকে রেজিস্ট্রি অফিস, আনসার ক্যাম্প ও কুঠিবাড়ি ব্রিজ পর্যন্ত সড়কে কার্পেটিং, ড্রেন, ফুটপাত ও লাইটিং নির্মাণ করা হবে।
এ প্রকল্পে ব্যয় হবে ১৪ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৪০৭ টাকা। কাজ শেষ হলে জয়পুরহাট পৌরসভা আধুনিকায়নের পথে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ