দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ভারত স্পিনের শক্তিতে বাংলাদেশকে চেপে ধরে ৪১ রানের জয় পেয়েছে। ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন কুলদীপ যাদব ও অভিষেক শর্মা, অন্যদিকে একা লড়লেন সাইফ হাসান। তবে এই হারের পরও ফাইনালে ওঠার সুযোগ অক্ষুণ্ন রেখেছে টাইগাররা।
টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত বাস্তবে উল্টো চাপ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ইনিংসের শুরুতেই অভিষেক শর্মা খেলেন মাত্র ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। যদিও মাঝপথে কিছুটা নিয়ন্ত্রণ ফেরায় বাংলাদেশের বোলাররা, তবু ভারত দাঁড়ায় ২০ ওভারে ১৬৮ রানে।
জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। একপ্রান্তে ভরসা হয়ে দাঁড়ান সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৬৯ রান, ৩ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংস। তবে প্রয়োজনীয় সঙ্গ পাননি তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ১৯.৩ ওভারে, রান থামে ১২৭-এ।
এই জয়ের মধ্য দিয়ে ভারত প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে এশিয়া কাপের ফাইনালে। বাংলাদেশের জন্যও ফাইনালের সমীকরণ পরিষ্কার—শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই টাইগাররা খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে। তবে যদি বাংলাদেশ হারে, তাহলে পাকিস্তান ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।
বাংলাদেশের এই পরাজয়ে বিদায়ঘণ্টা বাজল শ্রীলঙ্কার জন্য। কারণ দুই ম্যাচেই হেরে যাওয়া লঙ্কানরা আর কোনোভাবেই ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে না। তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কার্যত অঘোষিত সেমিফাইনাল।
বিডি প্রতিদিন/আশিক