এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
টুর্নামেন্টে এখনো অপরাজিত এবং দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দল জিতলেই নিশ্চিত করবে ফাইনালের টিকিট। অন্যদিকে বাংলাদেশও চায় দৌড়ে টিকে থাকতে, তাই এ ম্যাচ তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ দলকে আজ নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই নামতে হয়েছে। ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় টস করতে নামেন জাকের আলী।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই