শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে যাত্রা শুরুর পর ভারতের কাছে ধাক্কা খেল বাংলাদেশ। বুধবার ভারতের কাছে ৪১ রানে হেরেছে অনিকবাহিনী। ম্যাচ হারলেও ফাইনালের আশা বেঁচে আছে এখনও।
নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই প্রায় সাত বছর পর আবার এশিয়া কাপের ফাইনালে উঠবে তারা।
আর সেজন্য ভারত ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতাই পাকিস্তানের বিপক্ষে কাজে লাগাতে চায় বাংলাদেশ। ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই কথাই বললেন ম্যাচে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক।
ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারলেও, বোলারদের প্রশংসাই করেছেন জাকের।
তিনি বলেন, ম্যাচের দশ ওভার যাওয়ার পর ওরা দুর্দান্ত বোলিং করেছে। তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
ম্যাচে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও সাইফ হাসান। পরে ব্যাট হাতেও একা লড়ে গেছেন সাইফ হাসান। এসব ইতিবাচক দিক পাকিস্তানের বিপক্ষে কাজে লাগাতে চান জাকের।
তিনি বলেন, অবশ্যই আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু নিতে পারি। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আমাদের আরেকটি ম্যাচ আছে। তো এসব জিনিস মাথায় রেখে সেই ম্যাচ জিততে পারব এবং ফাইনালে উঠতে পারব।
ভারতের বিপক্ষে ম্যাচের একাদশে ৪টি পরিবর্তন করেছিল বাংলাদেশ। পাকিস্তান ম্যাচের কম্বিনেশন কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একাদশ কেমন হবে সেটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। দেখা যাক আমরা কোন কম্বিনেশনে খেলতে নামি। তবে বৃহস্পতিবারের ম্যাচে আমরা নিজেদের সেরাটা দেব ইনশাআল্লাহ্।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অঘোষিত সেমি-ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
বিডি প্রতিদিন/নাজিম