বিটিভি, মেট্রো রেলের অগ্নিকাণ্ডসহ বহু আগুনের পেছনে শেখ হাসিনার ক্ষমতালিপ্সা ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে বলেন, ‘আমরা সবাই অনুমান করতাম বিটিভি আর মেট্রোর আগুন না শুধু, ১৬ বছরে বহু আগুনের পেছনেই ছিল খুনির ক্ষমতালিপ্সা। ক্ষমতার জন্য একটা-দুইটা বিটিভি না, পুরা বাংলাদেশ জ্বালাইয়া দিতে হইলেও তার বিন্দুমাত্র অনুতাপ হইতো না।’
তিনি বলেন, ‘যা-ই হোক, এখন তার ফোনকলগুলা কনফার্ম করছে শুধু হাজার হাজার মানুষ খুন-গুম না, আগুন লাগানোর পেছনেও ছিল সে। সৃষ্টিকর্তা যেন কোনো দেশের মানুষের ভাগ্যে এ রকম অভিশপ্ত কাউকে না লেখেন।’
ফারুকী আরও বলেন, ‘বলতে পারেন, অনুমান যে করছিলাম তার প্রমাণ কী? ৮৪০-তে ডাবলুর বস্তি পোড়ানো এবং পোড়ানো শেষে বিতরণের জন্য ত্রাণ রেডি রাখার নির্দেশ দেওয়ার সিনটা দেখলে বুঝতে পারবেন। এই সিন আমরা শ্যুট করছিলাম ২০২৩-এর নভেম্বরে। জি, ঠিক ধরেছেন, তিনি তখন ক্ষমতায়। ৮৪০ দেখলে আরো অনেক মিলই খুঁজে পাইতে পারেন।’
বিডি প্রতিদিন/জুনাইদ