মাত্র ১৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের উদীয়মান স্পিনার ফ্রেয়া সার্জেন্ট। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তরুণ এই ক্রিকেটার।
আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকেই নিজের দক্ষতা ও প্রতিশ্রুতির ছাপ রেখেছেন সার্জেন্ট। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৬টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে তিনি মোট ৩৩টি উইকেট শিকার করেন।
তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি আইসিসি উইমেন্স এমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। বিশেষ করে ২০২৩ ও ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
ফ্রেয়ার বিরতির সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটির হাই পারফরম্যান্স পরিচালক গ্রিম ওয়েস্ট বলেন,“ফ্রেয়া আমাদের সিনিয়র স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। মাঠের পারফরম্যান্স ছাড়াও ড্রেসিংরুমে তার উপস্থিতি ছিল অনন্য। খেলোয়াড়দের মানসিক ও শারীরিক সুস্থতা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা এই সময় তার পাশে আছি।”
বিডি প্রতিদিন/মুসা