আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে দুই দলই জয়ের স্বাদ পেয়ে আত্মবিশ্বাসী। পয়েন্ট তালিকার বিচারে দুই দল সমানে সমান হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। একদিকে ভারত টানা জয়ে এগিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নের লক্ষ্যে, অন্যদিকে বাংলাদেশ টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে।
এবারের আসরে ভারতের পারফরম্যান্স ছিল একেবারেই দুর্দান্ত। এখনও পর্যন্ত কোনো ম্যাচে হারেনি তারা। বিপরীতে বাংলাদেশ দারুণভাবে সুপার ফোর শুরু করলেও সামনে কঠিন চ্যালেঞ্জ- ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ের কোনো একটি যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে ফাইনালে ওঠার জন্য।
ভারতের জন্য আজকের ম্যাচটা হতে পারে ‘ফাইনাল নিশ্চিত করার’ লড়াই। তবে বাংলাদেশের বিপক্ষে খুব একটা চাপ অনুভব করছে না সুর্যকুমার যাদবের দল। বরং আজকের ম্যাচে কয়েকটি পরিবর্তন এনে বেঞ্চ শক্তি পরীক্ষা করতে পারে টিম ম্যানেজমেন্ট।
বিশ্রাম পেতে পারেন পেস আক্রমণের নেতা যশপ্রীত বুমরা। পাকিস্তানের বিপক্ষে উইকেটশূন্য ৪ ওভারে ৪৫ রান খরচ করার পর তাঁকে বিশ্রামে রাখা হতে পারে। তার বদলে একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে।
উইকেটকিপার পজিশনেও দেখা যেতে পারে পরিবর্তন। আগের চার ম্যাচে একাদশে থাকা সঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা। মিডল অর্ডারে তাঁর আগ্রাসী ব্যাটিং স্টাইল দলের জন্য হতে পারে একটি কার্যকর বিকল্প।
তাছাড়া, টুর্নামেন্টে এখনো না খেলা রিঙ্কু সিংয়েরও দেখা মিলতে পারে আজকের ম্যাচে। বাঁহাতি এই ব্যাটসম্যানকে খেলাতে চাইলে বাদ পড়তে পারেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, যিনি এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ৩টি উইকেট নিয়েছেন এবং সর্বশেষ ম্যাচে বল হাতে ছিলেন নিষ্প্রভ।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
এই ম্যাচ জিতলেই ফাইনালে ভারতের জায়গা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তাই পরীক্ষা-নিরীক্ষা চললেও জয় পেতেই চাইবে তারা। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি কার্যত অগ্নিপরীক্ষা। ভারতকে হারাতে না পারলে ফাইনালে ওঠার সমীকরণ হয়ে যাবে অনেক কঠিন।
বিডি প্রতিদিন/মুসা