মালয়েশিয়ার সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ২৭-২৮ অক্টোবর IEEE Region 10 ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এর ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে মালয়েশিয়ায় যাচ্ছেন ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিম ‘AutoPilot’। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য জানান।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রযুক্তি প্রতিযোগিতা প্রতিবছর IEEE Region 10 কর্তৃক আয়োজিত হয়। ২০২৫ সালের প্রতিযোগিতার মূল থিম ছিল AI for Social Impact, অর্থাৎ সমাজের কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী ব্যবহার। এই থিমের ওপর ভিত্তি করে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর টিম ‘AutoPilot’ তাদের প্রকল্প SmartTrafficAI উপস্থাপন করে, যা একটি আধুনিক এআই-চালিত স্মার্ট ট্রাফিক সিগনাল ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমে স্বল্প ব্যয়ের ক্যামেরা ব্যবহার করে যানবাহন শনাক্ত করা হয় এবং ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করা হয়।
ফাইনাল রাউন্ডে পৌঁছানোর জন্য টিম ‘AutoPilot’ দুটি কঠিন ধাপ অতিক্রম করেছে। প্রথমে তারা জাতীয় পর্যায়ের বাংলাদেশ সেকশন রাউন্ডে নির্বাচিত হয়। এরপর ভার্চুয়াল এশিয়া-প্যাসিফিক রাউন্ডে পোস্টার, ভিডিও ডকুমেন্টেশন এবং লাইভ উপস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক বিচারকদের সামনে তাদের প্রকল্প তুলে ধরে। এই রাউন্ডে তারা সেরা ১০ দলের মধ্যে স্থান করে নিয়ে বাংলাদেশকে ফাইনাল রাউন্ডে প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করে।
টিমের সদস্যরা হলেন, মো: তাসলিম আরিফ এবং আবু সালেহ মুহাম্মদ মুসা, যারা ইউএফটিবি-এর ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এই প্রকল্পে তাদের একাডেমিক অ্যাডভাইজার হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মশিউর রহমান।
দলটির সদস্যরা মনে করেন, তাদের এই প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে ঢাকার মতো যানজটপূর্ণ শহরে ট্রাফিক জ্যাম কমানো, জ্বালানি সাশ্রয় করা, সময়ের অপচয় রোধ করা এবং পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব হবে।
ইউএফটিবি-এর শিক্ষার্থীদের এমন সাফল্যে তাদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং ইন্টারনেট অফ থিংস ও রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা।
বিডি প্রতিদিন/হিমেল