সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সাত থেকে আটজনের ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় ১৫ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাটি ঘটেছে স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহানের বাড়িতে।
বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতেরা বাড়ির নিচতলার বারান্দার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ব্যবসায়ী শাহজাহানকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর স্ত্রীর গলা ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেয়। পরে পরিবারের সদস্যদের হাত বেঁধে ফেলে আলমারিসহ তিনটি কক্ষ তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ী শাহজাহান জানান, ডাকাতেরা চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। কাউকে চিনতে পেরে নাম প্রকাশ করলে হত্যার হুমকিও দিয়েছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে যান। সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।”
বিডি প্রতিদিন/হিমেল