আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এর ফলে এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো পাকিস্তান।
এর আগে টস জিতে বোলিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কাকে থামায় ১৩৩ রানে। জবাবে ব্যাট হাতে নেমে ১৮ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ সংগ্রহ আসে ওপেনার ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের কাছ থেকে। কিন্তু পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়।
শ্রীলঙ্কার ইনিংসে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মাহিশ থিকশানা (৪-০-২৪-২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪-০-২৭-২)। দুজন মিলে পাকিস্তানের শীর্ষ চার ব্যাটারকে ফেরান। চামিরা নেন একটি উইকেট।
তবে মাঝের বিপর্যয় কাটিয়ে পাকিস্তানকে জয়ের পথে রাখেন হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। তালাত ৩০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। নওয়াজ খেলেন ২৪ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। শুরুতে সাহিবজাদা ফারহান ২৪ রান করে আউট হন।
পাকিস্তান লক্ষ্য তাড়া করে ১৮তম ওভারে ১৩৮ রান তুলে নেয়। ফলে হাতে থাকে ১২ বল।
এর আগে লঙ্কান ব্যাটাররা পাকিস্তানের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানেই থামে তাদের ইনিংস।
বিডি প্রতিদিন/আশিক