আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, দেবগুরু বৃহস্পতি ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। প্রতিযোগিতায় জয়ী হবেন। শ্রমিক-কর্মচারীদের সহযোগিতা পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্ম ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। আগুন বিদ্যুৎ ও দ্বিচক্রযান বর্জন করুন। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব ও প্রেম প্রসঙ্গে আকৃষ্ট থাকবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। প্রেম বন্ধুত্ব শুভ। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
অংশীদারি ব্যবসা আলাদা করার উপক্রম হবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। কন্যা মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে। দুর্জনেরা আত্মীয় বেশে সুখের সংসারে ক্ষতিসাধন করবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে। লাইফস্টাইল বদলে দেবে। ভাইবোনদের সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। প্রেম বন্ধত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে ধারকর্জ ও ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। শূন্য পকেট পূর্ণ হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। গৃহবাড়ি আত্মীয় সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। প্রেম বন্ধত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অযাচিত ঝামেলা জেঁকে বসবে। অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। ব্যবসায় মন্দা চলবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। আর্থিক দৈন্যদশা জেঁকে বসবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে। নেশা মদ্য ঘুষসহ দুনম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। শোক দুঃখের অশ্রুজল ঝরবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। দূর থেকে শুভ সংবাদ আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সাধন ভজনে সিদ্ধি লাভ হবে। সন্তানদের ক্যারিয়ার স্বাস্থ্য চমকে দেবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। হাতে থাকা সব কাজই সম্পন্ন হবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। নেশা মদ্য জুয়ার প্রতি মন আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।