এবার জাতিসংঘকে ‘অকার্যকর’ আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিপরীতে বিশ্বব্যাপী সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টায় নিজের অনন্য ভূমিকা তুলে ধরেছেন তিনি।
ট্রাম্প বলেন, তিনি সাতটি ক্ষেত্রে সফল হয়েছেন। যদিও এর মধ্যে কয়েকটিতে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবুও বিশ্বনেতাদের উদ্দেশে তিনি দাবি করেন, এ সাফল্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণ করে এবং একই সঙ্গে জাতিসংঘের অকার্যকারিতা স্পষ্ট করে।
ট্রাম্প বলেন, “দুঃখের বিষয়, এসব কাজ আমাকে করতে হলো, অথচ জাতিসংঘ কিছুই করলো না। দুর্ভাগ্যজনকভাবে, কোনও ক্ষেত্রেই সংস্থাটি সহায়তা করার চেষ্টা পর্যন্ত করেনি।”
তিনি জাতিসংঘ সদর দফতরে একবার ভাঙা লিফট (এসকেলেটর) আর নষ্ট টেলিপ্রম্পটারের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ভাষায়, “জাতিসংঘ থেকে আমি শুধু দু’টি জিনিসই পেয়েছি-একটি হচ্ছে খারাপ এসকেলেটর আর আরেকটি টেলিপ্রম্পটার।”
তিনি আরও বলেন, “তখন এটি নিয়ে ভাবার সময় পাইনি, কারণ আমি লাখো প্রাণ বাঁচাতে আর যুদ্ধ থামাতে ব্যস্ত ছিলাম। কিন্তু পরে বুঝেছি, জাতিসংঘ আমাদের জন্য ছিল না।”
জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, “যদি এমনটাই হয়, তবে জাতিসংঘের উদ্দেশ্য আসলে কী? জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সংস্থাটি এর ধারেকাছেও পৌঁছাতে পারেনি। এখন যা করছে তা হলো কঠোর ভাষায় চিঠি লেখা-তারপর আর কোনও পদক্ষেপই নেয় না।” সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ