নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনীতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের গ্যাং লিডার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার দুপুরে র্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিটন (৩৭), মো. আক্তার হোসেন (৪৪), মো. রোমান (৩২), মো. রফিকুল ইসলাম (২৮), সাইদুল ইসলাম (৩১), সাগর মুন্সি (৩৮), মো. আরিফ (২৬), মো. রিয়াজ (৩৮), মো. শহিদুল (৪০)। এসময় একটি ট্রাক, ২টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি চাপাতি ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রমিক সেজে ডাকাতরা উপকেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে প্রায় ৬৫ লাখ টাকার কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল ও বৈদ্যুতিক তামার তার লুট করে নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে গ্যাং লিডার লিটনের বিরুদ্ধে ৫টি, রোমানের বিরুদ্ধে ৩টি এবং সাগর মুন্সির বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। বাকি সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিডি প্রতিদিন/আশিক