দুবার পিছিয়েও গতকাল রাতে বিতর্কিত খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিসিবির নির্বাচনে তেলেসমাতি কাণ্ড-কারখানার দেখা মিলেছে। নির্বাচনের তফসিল ঘোষণা করেও সেটা পেছানো হয়। ৪ অক্টোবরের নির্বাচন দুই দিন পিছিয়ে ৬ অক্টোবর করা হয়। সবচেয়ে বেশি তেলেসমাতি হয়েছে কাউন্সিলরদের নাম সংগ্রহে। তফসিলে প্রথমবার ১৯ সেপ্টেম্বর কাউন্সিলরদের নাম পাঠানোর তারিখ ছিল। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পছন্দের কাউন্সিলর বাছাই করতে দু-দুবার পেছানো হয় তারিখ। সর্বশেষ ২২ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত কাউন্সিলরদের নাম পাঠানোর সময়সীমা ছিল। সেটাও হয়নি। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত নাম গ্রহণ করেছে নির্বাচন কমিশন। অবশেষে নানান বিতর্কের জন্ম দিয়ে গতকাল রাতে ক্যাটাগরি-১, ২ ও ৩-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকাও আবার বিতর্কিত। ক্যাটাগরি-২-এর ৭৬ ক্লাবের মধ্যে ৬১ ক্লাবের ভোটারের নাম প্রকাশ করেছে। ১৫ ক্লাবের ভোটারের নাম নেই। শুধু ক্যাটাগরি-২ নয়, ক্যাটাগরি-১-এও ৭১ কাউন্সিলের মধ্যে ছয় ভোটার নেই। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ভোটার ১৭৭। খসড়া ভোটার তালিকায় নেই ২১ জনের নাম।
বিসিবির দুই সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল দুই ক্যাটাগরিতে কাউন্সিলর হয়েছেন। তামিম নির্বাচন করবেন ক্যাটাগরি-২ থেকে। কাউন্সিলর হয়েছেন ওল্ডডিওএইচএস ক্লাবের। আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করবেন ক্যাটাগরি-১-এ। তিনি ভোটার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার। তিনি বিসিবির সভাপতি হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক হয়ে। আমিনুল বিসিবি সভাপতি হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সরিয়ে। ফারুকও সভাপতি হয়েছিলেন এনএসসির পরিচালক হয়ে। এবারের নির্বাচনে ফারুক আহমেদ কাউন্সিলর হয়েছেন রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে। তার নামের পাশে একটি নোট লেখা (রাত ৮টা ৩০ মিনিটে তার কাউন্সিলরশিপ গ্রহণ করার কথা।)
খসড়া ভোটার তালিকায় ১৫ ক্লাবের নাম নেই। এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাবকে বলা হয়েছে গঠনতন্ত্রের ৭.২ অনুচ্ছেদ অনুযায়ী ক্লাবগুলোকে খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি বরাবরে দাখিলকৃত আবেদনের কপি এবং তৎসহ দাখিলকৃত সব দলিলাদি, ক্লাবের গঠনতন্ত্র, মালিকানার প্রমাণ, স্থায়ী ও অস্থায়ী ঠিকানার প্রমাণাদিসহ আপত্তি দাখিল করতে।
বিসিবির নির্বাচন আইনি প্রক্রিয়ায় হেঁটেছে। ১৮ সেপ্টেম্বর আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত চিঠিতে ক্যাটাগরি-১-এর কাউন্সিলরদের নাম বাতিল করা হয় এবং সরকার গঠিত অ্যাডহক কমিটির কাউন্সিলরদের নাম চূড়ান্ত করার কথা বলা হয়। বিসিবি সভাপতির সেই চিঠির বিপক্ষে জেলা বিভাগ ও ক্লাব সংগঠকরা হাই কোর্টে রিট করেন। হাই কোর্ট বিসিবি সভাপতি চিঠির ওপর স্থগিতাদেশ দেন। দেড় ঘণ্টা পর হাই কোর্টের স্থগিতাদেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। গতকাল বিতর্কিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেও ৬ অক্টোবরের নির্বাচন নিয়ে সংশয়াচ্ছন্ন সংগঠকরা।