সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি টানা ৩৪ বছর পবিত্র হজের খুতবা দিয়েছিলেন এবং ২৬ বছর দেশটির গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করেছেন। গতকাল সকালে ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বিকালে আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে সৌদির রাজকীয় আদালত এ তথ্য জানিয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ দেশটির সব মসজিদে তাঁর গায়েবানা জানাজা পড়ার নির্দেশ দিয়েছেন।