রিয়াল মাদ্রিদের জয়ের রথ চলছে দুর্দান্ত গতিতে। লা লিগায় টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভাসছে শাবি আলোনসোর শিষ্যরা। এবার ষষ্ঠ জয় নিশ্চিত করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাঠে নামছে লস ব্লাঙ্কোস। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার ক্লাব লেভান্তে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়, আবেগ-উত্তেজনায় ভরা এক ম্যাচের অপেক্ষায় মাদ্রিদিস্তারা।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিলেন ভিনিসিউস জুনিয়র। সম্প্রতি তার শুরুর একাদশে না থাকা এবং ম্যাচ টাইম কম পাওয়া নিয়ে গুঞ্জন উঠলেও কোচ আলোনসো তা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভিনিসিউস দারুণ ছন্দে আছেন এবং খুব শিগগিরই আবার আগের মতো মাঠে প্রভাব বিস্তার করবেন।
আলোনসো বলেন, “আমি আমার সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। সবাই খুশি এবং জানে তারা কী দায়িত্ব পালন করছে। ভিনির সাম্প্রতিক পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট। মৌসুম তো মাত্র শুরু। আমি তাকে বলেছি, খুব দ্রুতই সে আগের মতো ডমিনেট করবে।”
এদিকে, ব্যালন ডি’অরের মঞ্চে যখন আলো ছড়াচ্ছেন উসমান দেম্বেলে, তখন অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। দলগতভাবে রিয়াল মাদ্রিদ এবার ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশ নেয়নি, তবে কোচ আলোনসোর কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় মাঠের পারফরম্যান্স।
আলোনসোর ভাষায়, “ব্যালন ডি’অর নিয়ে ভাবার সময় নেই। আমি এখন লেভান্তের বিপক্ষে কৌশল সাজাচ্ছি। ছেলেরা ফর্মে আছে, এমবাপ্পে নিয়মিত গোল পাচ্ছে আমার কাছে এখন সেটাই গুরুত্বপূর্ণ।”
বিডি প্রতিদিন/মুসা