গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর বাজারে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডলের কবর জিয়ারতের মাধ্যমে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল।
এ ছাড়া রাজাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান মহলদার, রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, রাজাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম মন্ডল, রাজাহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, রাজাহার ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ডিপটি ও রাজাহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলালসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই