জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কামাল মজুমদারের জামিন চেয়ে তার আইনজীবীর করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। তবে বার্ধক্য ও নানা অসুস্থতা বিবেচনায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আজকে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান।
আর প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
আইনজীবী মিজানুর রহমান জানান, জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেছিলাম। জামিন আবেদন খারিজ হয়েছে। পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে রেখে চিকিৎসার জন্য আবেদন করা হলেও সেটি সম্ভব হয়নি। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই। তাই আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে।
গত বছর ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়াও কামাল আহমেদ মজুমদারকে মিরপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।