গাজীপুরে এবার ৪৬১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গাজীপুর মহানগর এলাকায় ১২১টি মন্ডপে, জেলার পাঁচটি উপজেলায় ৩৪০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পূজা উপলক্ষে গাজীপুরে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালানো বা অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা নেই এবং পূজা মন্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এসব কথা বলেন।
তিনি বলেন, জেলার প্রতিটি দুর্গাপূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে। পূজার নিরাপত্তা সংক্রান্তে বিট ভিত্তিক দুই পালায় ৯৬টি মোবাইল টিম থাকবে। এতে ১৯২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ৬টি পূজা মন্ডপে দুই পালায় ৪৮ জন, তিনটি ইসকন মন্দিরে নিরাপত্তা ডিউটিতে মোতায়েন থাকবে ১৫ জন। এছাড়া দুই পালায় ৯০টি মোবাইল ডিউটি, এতে জনবল থাকবে ৪৫০ জন। স্ট্রাইকিং ডিউটির জনবল ১০০ জন, স্ট্যান্ডবাই ডিউটিতে ১০০ জন ও সাদা পোশাকে ৪০ জন পুলিশ সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করবে। জেলা এলাকায় সর্বমোট ৯৪৫ জন পুলিশ সদস্য পূজা মন্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য ও মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক নিরাপত্তা নিয়োজিত থাকবেন। ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল