নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণিল আয়োজনে প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেরা শিক্ষক-শিক্ষার্থী ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসন এই আয়োজন করে।রবিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে তিনি বলেন, গুণগত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকতা পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে। শিক্ষক যদি মেধাবী হয় তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ইউরোপ ও এশিয়ার উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশকে বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারবো। শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করার এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।
অনুষ্ঠানে সম্মিলনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ বিষয়ে মতামত তুলে ধরেন। আলোচনার পর উপজেলার সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল