ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করার পর পরই নির্বাচনি হাওয়া বইছে। শহর এবং গ্রামে নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। বিএনপি-জামায়াতের প্রার্থী ও সমর্থকরা রাত-দিন মিছিল, মিটিং, গণসংযোগে পথসভা এবং উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ঘোষণার পর থেকে নেতাকর্মী ও সমর্থদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। ধানের শীষে ভোট চেয়ে করছেন মিষ্টি বিতরণও।
এদিকে জামায়াতে ইসলামী প্রায় মাস খানেকের বেশি আগে এই আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সদর আসনে শহর জামায়তের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দলের প্রার্থী হয়েছেন। তারাও ভোটের মাঠে নেমে পড়েছেন। জামায়াতের কর্মী সমর্থকরা পুরোদমে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বরাবরই বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে এই জেলার দুটি আসনে (বগুড়া-৬ ও বগুড়া-৭) নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। ঐতিহ্যবাহী এই নির্বাচনি এলাকায় এবার তাঁর সঙ্গে পুত্র তারেক রহমানের মনোনয়ন নিশ্চিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থদের প্রত্যাশা এবারো বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান বিপুল ভোটে বিজয় লাভ করবেন। ইতিমধ্যে জেলা বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের জন্য ভোট প্রার্থনা করে সদরের বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং, উঠান বৈঠক, গণসংযোগ, লিফলেট ও মিষ্টি বিতরণ করছেন।
দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই বগুড়া জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছে। বগুড়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নে নেতাকর্মী ও সমর্থদের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তারা বলছেন, দীর্ঘ ১৭ বছর পর সাধারণ জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছেন। বিএনপির সাথে পাল্লা দিয়ে জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীরা ছুটেছেন ভোটের মাঠে। তারাও মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ ও পথসভা করছেন।
জামাতের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, নির্বাচিত হলে কোরআনের শাসন কায়েম করবেন। দ্বীনি আলো ছড়িয়ে দিতে প্রতিটি ঘরে ঘরে কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শরিয়া মোতাবেক শিক্ষা ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে ৬টিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। নেতাকর্মীরা নতুন আমেজে মাঠ গোছাতে শুরু করেছেন। এই আসনে ধানের শীষে ভোট চেয়ে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও প্রচার-প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন দোয়া।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, ‘আগামী নির্বাচনে সারাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবেন। আমরা আশা করছি বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হবেন।’
বিডি-প্রতিদিন/জামশেদ