১০৮তম রুশ সমাজতান্ত্রিক বিপ্লব বার্ষিকী ও বাসদ (মার্কসবাদী)'র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধায় সমাবেশ ও লাল পতাকা মিছিল প্রদর্শিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সংগঠনের জেলা কার্যালয় চত্বরে সমাবেশটি আয়োজন করা হয়। পরে একটি লাল পতাকা মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, সদরের আহ্বায়ক গোলাম ছাদেক লেবুসহ অন্যরা।
বক্তারা বলেন, সমাজের সবক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে ছাত্র-জনতার অভূতপূর্ব সংগ্রাম ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। প্রতিটি সংগ্রামের শোষণমুক্তির স্বপ্ন নিয়ে একেকটা স্বৈরশাসকের পতন ঘটেছে। কিন্তু এরপরে যারা ক্ষমতায় বসেছে তাদের কেউই জনগণের সেই স্বপ্ন পূরণে কার্যকর উদ্যোগ নেয়নি।
বক্তারা আরও বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর রুশ বিপ্লবের তাৎপর্য রাশিয়ার মাটিতে সীমাবদ্ধ ছিল না। এ বিপ্লব দুনিয়ার প্রতিটি দেশে শ্রমজীবীদের মানবমুক্তির এক নতুন বার্তা। বক্তারা সংগ্রামকে এগিয়ে নিতে শ্রমজীবী ও গণতন্ত্রমনা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এমই