আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বুয়েটের সহায়তা নেওয়া হচ্ছে।
শনিবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
তারা বলছেন, ভোটে বিভিন্ন ধরনের সফটওয়্যার, অ্যাপ ব্যবহার করা হয়। সেগুলো যাতে ম্যাল ফাংশন না করে বা কোনো ত্রুটি থাকলে এখনই খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন।
জানা গেছে, নির্বাচন কমিশন ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম, রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমসহ বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে। এ ছাড়া পোস্টাল ভোটের জন্য তৈরি করা হচ্ছে একটি সিস্টেম ও অ্যাপ।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য তফসিল ঘোষণার আগেই প্রযুক্তিগত বিভিন্ন সাপোর্ট সিস্টেম প্রস্তুত রাখাতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ, যা স্বল্প সময়ের মধ্যে শেষ করতে ইসির তথ্য ও প্রযুক্তি শাখাকে নির্দেশনা দিয়েছে কমিশন।
সূত্র : বাংলানিউজ
বিডি প্রতিদিন/এমআই