কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত আহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি। নিহতের নাম অজয়া (২২)। তিনি কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের কাপড় ব্যবসায়ী ইউনুসের পুত্র বলে জানা গেছে।
শনিবার বিকেলে উখিয়ার টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজয়া মোটরসাইকেলযোগে উখিয়া সদর দিক থেকে টিভি টাওয়ার এলাকায় যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেকজন যুবক গুরুতর আহত হন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম