বরিশালে নগদ ২০ লাখ টাকা, বিভিন্ন মাদক ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নারী শিল্পি বেগম (৩৮)। তিনি নগরীর মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত মাদক বিক্রেতা সুমন হাওলাদার ওরফে মান্নার স্ত্রী।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, শিল্পি বেগমও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে জব্দ করা হয়েছে নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা, ৯টি দেশীয় ধারাল অস্ত্র, ১০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও আড়াইশত মিলিলিটার মদ।
ওসি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানার একটি দল মোহাম্মদপুর এলাকায় সুমন হাওলাদারের টিনশেড ঘরে অভিযান করে। অভিযানের টের পেয়ে সুমন কৌশলে পালিয়ে যায়। কিন্তু আটক করা হয় তার স্ত্রী শিল্পি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে মাদক বিক্রির নগদ টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।’
তিনি জানান, পালিয়ে যাওয়া সুমনের বিরুদ্ধে থানায় মাদক আইনের ২০ টি মামলা রয়েছে। এ অভিযানের ঘটনায় আরো পৃথক দুইটি মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক