হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে মুসল্লি ইমরুল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রোসেল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার দুপুরে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে রোসেল মিয়াকে গ্রেপ্তার করে। তিনি নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।
র্যাব জানায়, ২০২৫ সালের ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সেই হত্যা মামলায় ভুক্তভোগী ইমরুল মিয়া মূল অভিযুক্ত ছিলেন। তিনি গত ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুল মিয়ার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইমরুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নবীগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই রোসেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আশফাক