ঢাকা ম্যাভেরিকস প্রেজেন্টস ফ্রস্ট ব্লাস্ট টি-২০, সিজন–২–এ দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বসুন্ধরা স্ট্রাইকস। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়ে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে স্ট্রাইকস।
টুর্নামেন্টে প্রথমে ব্যাট করতে নামা গ্রামীণফোনকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানে আটকে দেয় বসুন্ধরা স্ট্রাইকস। দলের অধিনায়ক শেজাদ সোবহান ৪ ওভার বোলিং করে ৩৯ রান খরচায় নেন ২ উইকেট।
অপরদিকে, দারুণ ছন্দে ছিলেন জনি, মাত্র ২১ রানে তার ঝুলিতে আসে ৩টি মূল্যবান উইকেট। রনি ছিলেন ইনিংসের সবচেয়ে ইকোনমি বোলার; ইনিংসের একমাত্র মেডেন ওভারটিও উপহার দেন তিনি।
ব্যাট হাতে গ্রামীণফোন শুরুতেই চাপে পড়ে, দুই ওপেনার দ্রুত আউট হয়ে যান। মাঝে নেমে মাশফিক আলম ইনিংস সামলানোর চেষ্টা করে ১৮ বলে ২৮ রানের লড়াকু ইনিংস খেলেন। শামিম আহসান খেলেন ৩৮ বলে ৩৬ রানের এক ধৈর্যশীল ইনিংস। তবে দলকে লড়াইযোগ্য স্কোর দিতে পারেননি ব্যাটাররা।
বসুন্ধরা স্ট্রাইকস ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার আশিক ১৮ বলে ২৪ রানের এক আত্মবিশ্বাসী ইনিংস খেলেন । এরপর অন্তু ও তাপস ইনিংস এগিয়ে নেন।
তাপস খেলেন ম্যাচসেরা ৩৩ বলে ঝড়ো ৫৩ রানের অর্ধশত রানের ইনিংস। অন্তু ৩৫ বলে ৩৩ রানের এক কার্যকর ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য টপকে যায় বসুন্ধরা স্ট্রাইকস।
বিডি-প্রতিদিন/বাজিত