কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন শান্তিনিকেতনে থাকা ফকির লালন সাঁইয়ের ৩১৪ গানের মূল পান্ডুলিপি ফেরত আনার উদ্যোগ নিয়েছেন। এ জন্য তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন পাঠিয়েছেন।
লালন ভক্ত, অনুসারী ও গবেষকরা দীর্ঘদিন ধরে ঐতিহাসিক এই পান্ডুলিপি ফেরত আনার দাবি জানিয়ে আসছেন। তারা জেলা প্রশাসকের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, প্রায় ১৩৫ বছর আগে শিলাইদহের জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আশ্রম থেকে খাতাটি নিয়ে যান। বর্তমানে এটি শান্তিনিকেতনে সংরক্ষিত রয়েছে। জেলা প্রশাসক জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর জাতীয়ভাবে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত হবে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়। লালন ভক্ত ও গবেষকদের দাবি, মূল পান্ডুলিপি ফেরত এনে লালন একাডেমিতে সংরক্ষণ করা হলে লালন গবেষণার পথ আরও সমৃদ্ধ হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল