পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার ভোররাতে পাকিস্তানের যুদ্ধবিমানগুলো তিরারাহ উপত্যকার মাতরে দারা গ্রামে আটটি বোমা নিক্ষেপ করে।
এই বোমা হামলায় পুরো গ্রাম কেঁপে ওঠে। বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনার পরপরই ঘটনাস্থলের কিছু ছবি এবং ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গেছে ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ পড়ে আছে। উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পাকিস্তানের দাবি, সন্ত্রাস দমনেই এই হামলা চালানো হচ্ছে। তবে এর আগে এই প্রদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে, খাইবার পাখতুনখাওয়ায় বারবার ড্রোন হামলা সাধারণ মানুষের জীবনের প্রতি চরম অবহেলাকে তুলে ধরে। তাদের মতে, পাকিস্তান সরকার এই অঞ্চলে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই প্রদেশে ৬০৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩৮ জন বেসামরিক এবং ৭৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুধু আগস্ট মাসেই ১২৯টি সন্ত্রাসী হামলা হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল