বরিশাল জেলা আইনজীবী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য নিয়ে দুঃখপ্রকাশ করেছেন বিএনপি নেতা এম মেজবাহ উদ্দিন ফরহাদ। শুক্রবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তার অনিচ্ছাকৃত ভুলের বিষয়ে কথা বলেন।
বরিশাল-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য লিখিত বক্তব্যে বলেন, বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃত শব্দচয়নে আইনজীবীদের সম্পর্কে একটা মন্তব্য করে ফেলি। যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, আমি উপলব্ধি করেছি এটি আমার পক্ষ থেকে ভুল ছিল। আমি আইনজীবী পেশাকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখি। বক্তব্যে কারও মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি।
মেজবাহ উদ্দিন ফরহাদ গত ৫ অক্টোবর বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে এক সমাবেশে আইনজীবীদের নিয়ে 'খারাপ' মন্তব্য করেন। তার বক্তব্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আইনজীবী সমিতি। তারা অবাঞ্ছিত ঘোষণা করে আইনগত ব্যবস্থা নেওয়াসহ তাকে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। এছাড়া প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন।
বিডি-প্রতিদিন/এমই