ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা হয়েছে জেলা বিএনপির উদ্যোগে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক মীর সেলিম ফারুক।
এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলাল, জেলা জাসাসের আহবায়ক আসলাম হায়াত মিল্টন, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল প্রমুখ।
পরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরআগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। সকালে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক।
হেলথ চেকআপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয় ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে। ড্যাবের আহবায়ক ডা. সোহেলুর রহমান সোহেল ও সদস্য সচিব ডা. রেদওয়ান জুবায়ের রিয়াদ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম