রাজশাহীর চারঘাটে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার শিশাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চারঘাট উপজেলার চামটা গ্রামের শিমুল আলী (২৫), মোহাম্মদ আলী (২৬) ও মোহাম্মদ তুহিন। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।
চারঘাট উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খায়রুল ইসলাম জানান, রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী।
বিডি-প্রতিদিন/আশফাক