নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। শুক্রবার বিকেলে নগরীর কান্দিরপাড় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
পরে টাউনহলে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশীদ ইয়াছিন বলেন,‘৭ নভেম্বর গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সমাবেশ শেষে তার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে শ্লোগান দেন।
বিডি-প্রতিদিন/আশফাক