রাতে বাড়ির গোয়ালে ৬ মাসের অন্তঃসত্ত্বা গাভিকে বেঁধে ঘুমিয়ে পড়েন মালিক। সকালে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা। গাভিটিও নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি মাঠে চামড়া ও উচ্ছিষ্টাংশ পড়ে থাকতে দেখেন।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে। গরুটির মালিকের নাম আবুল কালাম তালুকদার।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাভির মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এমই