গাইবান্ধার সাঘাটায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শুক্রবার সকালে সাঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা সভাপতিত্ব করেন মোহাম্মদ আলীর। মইন প্রধান লাবুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, মোস্তাক আহমেদ মিলন, আহম্মেদ কবির শাহীন, জসিউল করিম পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা আজও জাতির জন্য প্রেরণার উৎস।
বিডি-প্রতিদিন/এমই