চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ভাণ্ডারী গেট এলাকায় অস্ত্রসহ ৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাছির (৩৪), মো. বিটু (২৫) ও মাহবুব আলম (২৫)। তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মো. সেলিম বলেন, পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম