ফসল রক্ষায় বালাইনাশকের ব্যবহার আধুনিক কৃষির অনুষঙ্গ বলে বিবেচিত। এর ফলে ফসল সুরক্ষা হলেও দূষিত হচ্ছে পরিবেশ। কীটনাশকের বিষে মানুষের রোগব্যাধি বাড়ছে। কমছে আয়ু। চুলকানি, অ্যালার্জি, কিডনি, হার্ট ও ফুসফুসের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে কীটনাশক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত পাঁচ বছরে ক্রমাগতভাবে কীটনাশকের ব্যবহার বেড়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে সব থেকে বেশি ৪০ লাখ ৮৩ হাজার টন ব্যবহার হয়েছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে ৩৭ লাখ ৪২ হাজার টন এবং পরের বছরে ব্যবহার হয়েছে ৩৯ লাখ টন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, বালাইনাশকের অতিব্যবহার পরিবেশ ও মানবদেহের মারাত্মক ক্ষতির কারণ ঘটাচ্ছে। যা মরণঘাতী ব্যাধিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। কীটনাশক পানে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। পাশাপাশি মাটি ও ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে। দেশে ব্যবহৃত তরল ও গুঁড়া কীটনাশকের প্রায় পুরোটাই আমদানিনির্ভর। ১৯৭২ সালে দেশে ৪ হাজার টন কীটনাশকের ব্যবহার ছিল; ১৯৮০ সালে তা ছিল ৫ হাজার টন। ২০০০ সালে তা ৮ হাজার টনে দাঁড়ায়। প্রায় দুই দশকের ব্যবধানে এর ব্যবহার অস্বাভাবিক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজার টনে। কীটনাশক আমদানি, উৎপাদন, বিক্রয়, বিতরণ এবং ব্যবহারের নিয়ন্ত্রণের লক্ষ্যে বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮ বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে সরকার। সরকারের পক্ষ থেকে কীটনাশকের মান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ব্যবহারের ফলে জন্মগত ত্রুটি, প্রজনন ক্ষতি এবং বিকাশগত সমস্যার মুখে পড়ছে মানুষ। খাদ্য নিরাপত্তার জন্য কীটনাশক ব্যবহার এ মুহূর্তে এড়ানো সম্ভব নয়। তবে একই সঙ্গে স্বাস্থ্যের বিষয়টিও দেখতে হবে। কীটনাশক ব্যবহার করতে গিয়ে ক্যানসারে আক্রান্ত হচ্ছে কৃষক। দেশে ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের ৬৪ শতাংশই কৃষক, যে পরিসংখ্যানটি বলে দেয় কীটনাশকের ঢালাও ব্যবহার আমাদের কী সর্বনাশ ডেকে আনছে। ঝুঁকি কমাতে কৃষক পর্যায়ে কীটনাশকের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এড়াতে হবে মানুষ ও প্রকৃতির জন্য ক্ষতিকর কীটনাশক ব্যবহারের পথ।
শিরোনাম
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!