রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। মধ্যরাতে শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাত সোমবার সকালেও অনবরত চলছিল।
ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সকাল সাড়ে ৭টার দিকে নিউমার্কেট, ঝিগাতলা, ধানমন্ডি, আসাদগেট, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজারসহ বিভিন্ন রাস্তায় পানি জমার খবর মিলেছে।
এতে সাতসকালে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকাতে যানজটও তৈরি হয়েছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে ঢাকায় ঝড়ের কথা বলা হয়েছি। রবিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের এই পূর্বাভাসে বলা হয়েছিল- ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক যায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুএক যায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ