ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির চিত্র বদলে দিয়েছেন লিওনেল মেসি। মাঠে সাফল্য যেমন এসেছে, তেমনি বেড়েছে ক্লাবের ব্র্যান্ডমূল্য ও জনপ্রিয়তা। মায়ামি শহরও তাই ভালোবাসার প্রতিদান দিতে এবার দিল এক বিশেষ সম্মাননা।
সম্প্রতি অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামের অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দেওয়া হয় মায়ামি শহরের প্রতীকী চাবি। চাবিটি তুলে দেন শহরের মেয়র ফান্সিস সুয়ারেজ।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেন,‘এই সম্মাননা দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে সত্যিই সম্মানিত মনে করছি। এই শহরে আমরা অনেক ভালোবাসা পেয়েছি, এখানে থাকতে পেরে আমি খুবই খুশি।’
মেসি আরও বলেন,‘আমার মনে হয় একজন ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতার চেয়ে বড় কিছু নেই। সেটি জেতার পর আমার আর কিছু চাওয়ার নেই।’
চাবি তুলে দেওয়ার সময় মেয়র সুয়ারেজ বলেন,‘এই শহর, দেশ ও বিশ্ব ফুটবলের জন্য আপনি যা করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে এই চাবি উপহার দিতে পেরে আমি গর্বিত।’
পিএসজি অধ্যায় শেষে ২০২৩ সালে মায়ামিতে নাম লেখান মেসি। নতুন চুক্তিতে ২০২৮ সাল পর্যন্ত এই ক্লাবটিতে থাকবেন তিনি। মেসির হাত ধরেই নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা (লিগস কাপ) জেতে মায়ামি।
বিডি-প্রতিদিন/আশফাক