সিলেট বিভাগের কোটি মানুষের উন্নত সেবার আশ্রয়স্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের নানা ভোগান্তিতে পড়তে হয়। এই ভোগান্তি নিরসনে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সোমবার দুপুরে ওসমানী হাসপাতাল পরিদর্শনে যান জেলা প্রশাসক সারওয়ার আলম। এ সময় তিনি হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসক বলেন, ওসমানী হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে জনবল। ৯শ’ শয্যার হাসপাতাল চলছে ৫শ’ শয্যার জনবল দিয়ে।
এছাড়া ধারণক্ষমতার তিন-চার গুণ বেশি রোগী সেবা নেন হাসপাতালটিতে। হাসপাতালে আসা রোগীর স্বজনদের সংখ্যাও অনেক বেশি। এখন থেকে রোগীদের সাথে আসা অতিরিক্ত এটেনডেন্ট নিয়ন্ত্রণ করা হবে। দালালরা যাতে হাসপাতালে ঢুকতে না পারে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেউ জোর করে ঢুকতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রাইভেট ক্লিনিক সরকারি হাসপাতালটি থেকে রোগী বাগিয়ে নিতে চাইলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, ‘সপ্তাহ দিন আগে রাতে এসেছিলাম। তখন হাসপাতাল অনেক অপরিচ্ছন্ন ছিল। আজ জানিয়ে আসায় অনেক পরিষ্কার লাগছে। চেষ্টা করবো সপ্তাহে অথবা ১৫ দিনে একবার না জানিয়ে আসতে। তখন প্রকৃত অবস্থা বুঝতে পারবো এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বিডিপ্রতিদিন/কবিরুল