বাংলাদেশি এক নাবালিকা পাচারের ঘটনায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। আটকরা হলেন আমির আলী শেখ ও অমল কৃষ্ণ মণ্ডল। রবিবার এনআইএ এক বিবৃতিতে জানায়, কাজের প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে অবৈধভাবে ভারতে আনা হয় এবং পরে তাকে জোর করে দেহব্যবসায় নামানো হয়। শনিবার ভোরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ও পেট্রাপোলে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদে দুজনের বক্তব্যে অসংগতি ধরা পড়লে গ্রেপ্তার করা হয়। এনআইএ জানায়, এ অভিযান সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নারীদের পাচারকারী চক্র ভাঙতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, কয়েক মাস আগে ভারতের ভুবনেশ্বর থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, তাকে বাংলাদেশ থেকে বনগাঁ হয়ে কলকাতা ও পরে কটকে নিয়ে যাওয়া হয়েছিল। এ মামলার তদন্তে অনলাইন লেনদেনের সূত্রে আমির আলী শেখ ও অমল মণ্ডলের সম্পৃক্ততা প্রকাশ পায়।
রবিবার তাদের আদালতে তোলা হলে ট্রানজিট রিমান্ডে ওড়িশায় নেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে অভিযুক্তদের পরিবার দাবি করেছে, তারা নির্দোষ।